কিংস কাপ নিয়ে এ বছর লেবাননের বিরুদ্ধে চার বার মুখোমুখি হল ভারত। ভুবনেশ্বরে ইন্টারকন্টিনেন্টাল কাপের গ্রুপ পর্বে ভারত-লেবানন ম্যাচ ড্র হয়েছিল। ফাইনালে লেবাননকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। ফিফা ক্রমতালিকায় ভারতের তুলনায় এগিয়ে রয়েছে লেবানন। বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে টাইব্রেকারে লেবাননকে হারিয়েছিল ভারত। বছরের চতুর্থ সাক্ষাতে প্রথম হার।


চিয়াং মাই, থাইল্যান্ড: প্রথম ম্যাচের আত্মতুষ্টি নাকি হতাশা! কিংস কাপের সেমিফাইনালে ইরাকের বিরুদ্ধে নেমেছিল ভারত। ফিফা ক্রমতালিকায় ২৯ ধাপ এগিয়ে থাকা ইরাকের বিরুদ্ধে অনবদ্য পারফর্ম করে ভারত। দু-বার এগিয়েও যায়। দু-বারই পেনাল্টি থেকে সমতা ফেরায় ইরাক। দ্বিতীয় পেনাল্টি রেফারিং নিয়েও প্রশ্ন উঠেছিল। শেষ অবধি ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম শটটিই পোস্টে লাগায় পিছিয়ে ছিল ভারত। ইরাকের কাছে ৪-৫ ব্যবধানে হার। ইরাকের বিরুদ্ধে ভালো পারফরম্যান্সের আত্মতুষ্টি নাকি হারের হতাশা, এটাই প্রশ্ন। কিংস কাপে ব্রোঞ্জ পদকের ম্যাচে লেবাননের মুখোমুখি হয় ভারত। ০-১ হারে কিংস কাপে ব্রোঞ্জও হাতছাড়া। বিস্তারিত জেনে নিন এর এই প্রতিবেদনে।


কিংস কাপ নিয়ে এ বছর লেবাননের বিরুদ্ধে চার বার মুখোমুখি হল ভারত। ভুবনেশ্বরে ইন্টারকন্টিনেন্টাল কাপের গ্রুপ পর্বে ভারত-লেবানন ম্যাচ ড্র হয়েছিল। ফাইনালে লেবাননকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। ফিফা ক্রমতালিকায় ভারতের তুলনায় এগিয়ে রয়েছে লেবানন। বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে টাইব্রেকারে লেবাননকে হারিয়েছিল ভারত। বছরের চতুর্থ সাক্ষাতে প্রথম হার।


ম্যাচের আগে ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ জানিয়েছিলেন, দু-দল নিয়মিত হওয়ায় কোনও কিছুই আর রহস্য নেই। পরস্পরের সম্পর্কে সবই জানা। ফলে মাঠে নেমে নিজেদের দক্ষতা প্রমাণের পালা। ভারতীয় দল বেশ কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ। এখানেই এগিয়ে গেল লেবানন। ম্যাচের ৭৭ মিনিটে কাসিম আল জেনের একমাত্র গোলে ব্রোঞ্জ জিতল লেবানন। প্রত্য়াবর্তনের মরিয়া চেষ্টা করলেও লেবানন রক্ষণ পেরোতে পারেনি ভারত। ২০১৯ সালে কিংস কাপেই ভারতীয় দলের কোচ হিসেবে অভিষেক টুর্নামেন্ট ছিল ইগর স্টিমাচের। সে বার ব্রোঞ্জ জিতেছিল ভারত।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours