এনডিএ জোটে যোগ দিল জনতা দল (সেকুলার)। আজ, শুক্রবারই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন জেডিএস প্রধান এইচডি কুমারস্বামী। সূত্রের খবর, আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করবেন দুই নেতা।
নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগেই শক্তিবৃদ্ধি বিজেপি শাসিত এনডিএ জোটের (NDA)। বাড়ল শরিকি দল। এনডিএ জোটে যোগ দিল জনতা দল (সেকুলার)। আজ, শুক্রবারই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করেন জেডিএস প্রধান এইচডি কুমারস্বামী (HD Kumarswamy)। সূত্রের খবর, আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করবেন দুই নেতা। আজই চূড়ান্ত সিদ্ধান্তও নেওয়া হতে পারে।
এ দিন দুপুরেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে যান কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস নেতা এইচডি কুমারস্বামী। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, গোয়ার মুখ্য়মন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। ওই বৈঠক থেকেই জানানো হয় যে বিজেপি শাসিত ন্যাশনালিস্ট ডেমোক্রাটিক অ্যালায়েন্সে যোগ দিচ্ছে জেডিএস।
Post A Comment:
0 comments so far,add yours