ফোন আসছে… ৯৯ শতাংশ ক্ষেত্রেই সেগুলো গুজব: জাভেদ শামিম
এখানে কি ক্ষমতা জাহির করতে প্রতিবাদ? করতে হলে দিল্লি যান’, নওশাদের ওয়াকফ প্রতিবাদ নিয়ে খোঁচা তৃণমূলের
আরও ‘ঝাঁঝ’ বাড়াচ্ছেন চাকরিহারারা, এবার নিলেন বিরাট সিদ্ধান্ত
নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করানোর দাবি তুললেন শুভেন্দু
এবার ভাঙড়! রাস্তার উপরই আগুন লাগিয়ে দেওয়া হল পুলিশের বাইকে, পরপর ভাঙচুর গাড়ি
সরকারি জমিতে থাকা দোকান ও বাড়ি উচ্ছেদের নোটিশ প্রত্যাহারের দাবীতে সারা বাংলা হকার ইউনিয়নের নেতৃত্বে বিক্ষোভ আন্দোলন ঘিরে উত্তাল হল দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর
২৬শে সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সারা বাংলা হকার ইউনিয়নের রাজ্য ও জেলা নেতাদের উপস্থিতিতে স্থানীয় দোকানদার ও বাসিন্দারা বিক্ষোভ মিছিল শুরু করেন। কিছুক্ষণের জন্য মথুরাপুর- ঘোড়াদল রোড অবরোধ করে বিক্ষোভকারীরা। মথুরাপুর থানার পুলিশ অবরোধ তুলতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উচ্ছেদের নোটিশ পাওয়া দোকানদাররা কোনমতে দোকান ভাঙতে দেবে না বলে জানিয়ে দেয়। উল্লেখ্য, মথুরাপুর হাসপাতাল রোডের এক বাসিন্দা জবরদখলকারীদের হটাতে কলকাতা হাইকোর্টর দারস্থ হয়। সেই আবেদনের প্রেক্ষিতে মথুরাপুর হাসপাতাল থেকে কালীতলা পর্যন্ত প্রায় ৫০০ দোকান ও বসতি উচ্ছেদের নোটিশ দেয় পূর্ত দপ্তর। মাসখানেক আগে উচ্ছেদ করতে এসে বাধার মুখে পড়ে পিছু হটে পুলিশ প্রশাসন। এদিনও উচ্ছেদের কথা থাকলেও ব্যবসায়ী ও দোকানদারদের বিক্ষোভের জেরে পিছু হটে পুলিশ প্রশাসন।
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours