হাতে গোনা কয়েক মরসুমই ইন্ডিয়ান সুপার লিগে খেলছে লাল-হলুদ। প্রতি মরসুমে শুধু প্রত্যাশাই থাকে। পূরণ আর হয় না। নতুন মরসুম শুরু করল ইস্টবেঙ্গল। এ বারও ড্র। কিছু ইতিবাচক দিক। তবে সমর্থকদের জন্য হতাশারই শুরু। এমন শুরু কোনও সমর্থকই চান না। বিশেষ করে প্রতিবেশি মোহনবাগান যখন জয় দিয়ে মরসুম শুরু করে। ইস্টবেঙ্গল শিবিরে কি প্রাপ্তির কিছুই নেই?

ISL Season 10: মিথ ভাঙতে পারল না ইস্টবেঙ্গল, ড্রয়ে মরসুম শুরু লাল-হলুদের

কলকাতা: ইস্টবেঙ্গল কখনও আইএসএলের প্রথম ম্যাচ জেতে না। এ যেন মিথ হয়ে রয়েছে। হাতে গোনা কয়েক মরসুমই ইন্ডিয়ান সুপার লিগে খেলছে লাল-হলুদ। প্রতি মরসুমে শুধু প্রত্যাশাই থাকে। পূরণ আর হয় না। নতুন মরসুম শুরু করল ইস্টবেঙ্গল। এ বারও ড্র। কিছু ইতিবাচক দিক। তবে সমর্থকদের জন্য হতাশারই শুরু। এমন শুরু কোনও সমর্থকই চান না। বিশেষ করে প্রতিবেশি মোহনবাগান যখন জয় দিয়ে মরসুম শুরু করে। ইস্টবেঙ্গল শিবিরে কি প্রাপ্তির কিছুই নেই? ড্র ম্যাচেও কিছু প্রাপ্তি হয়। ইস্টবেঙ্গলেরও হল। ম্যাচের বিস্তারিত জেনে নিন এর এই প্রতিবেদনে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours