আবারও সুন্দরবনের লোকালয়ে ঢুকে পড়ল কুমির। 16 সেপ্টেম্বর শনিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার বনশ্যামনগর এলাকার একটি পুকুরে কুমিরটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
লোকালয়ের পুকুরে কুমির ঢুকে পড়ায় এলাকায় শোরগোল পড়ে যায়। খবর দেওয়া হয় বনদপ্তরের রামগঙ্গা রেঞ্জ অফিসে। এরপর বনকর্মীরা জাল নিয়ে এলাকায় পৌঁছয়। ঘিরে ফেলে পুরো পুকুরটি। সন্ধে নাগাদ পূর্ণবয়স্ক কুমিরটিকে জলবন্দি করেন বনকর্মীরা। পরে পশু চিকিৎসকের মাধ্যমে শারীরিক পরীক্ষা নিরিক্ষার পর কুমিরটি সুস্থ থাকায় গভীর রাতে সুন্দরবনের চুলকাটি জঙ্গলের কাছে খাঁড়িতে ছেড়ে দেওয়া হয়। প্রায় ১৫ ফুটের দৈর্ঘ্যের কুমিটির ওজন ছিল প্রায় ৩০০ কেজি। পাশের নদী থেকে জোয়ারের জলে কুমিরটি ঢুকে পড়ে বলে মত বনকর্মীদের। গত কয়েক মাসে পাথরপ্রতিমায় একাধিকবার লোকালয়ে ঢুকে পড়ল কুমির,
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours