অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
যাদবপুরে ‘আজাদ কাশ্মীর’ বিতর্ক! তদন্তে কলকাতা পুলিশ, হন্যে হয়ে খুঁজছে PDSF-র মাথাদের
‘দিনে তিনবেলা গাড়ি ধরছে, আর টাকা চাইছে, লাইসেন্স ছাড়া দিল্লির গাড়ি নিয়ে ঘুরছে’, সিজ় করা গাড়ি নিয়ে অভিযানে পুলিশ? এলাকাবাসীর সঙ্গে তুমুল বচসা
মুকুল-রাজীবদের বিজেপিতে নেওয়া ভুল ছিল? মুখ খুললেন শুভেন্দু
লোকেশন অন করে পিক আপে যাচ্ছিলেন, তার মধ্যেই..’, পার্ক-সার্কাস চার নম্বর ব্রিজের কাছে বাইককে পিষল লরি
কলম্বোতে এশিয়া কাপের সুপার ফোরে আজ ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচ দিয়ে জাতীয় দলে ফিরতে চলেছেন লোকেশ রাহুল। চলতি বছরের আইপিএলের সময় থাই মাসেলে চোট পেয়েছিলেন লোকেশ রাহুল। সেই চোটের অস্ত্রোপচার করাতে হয় রাহুলকে। তার পর থেকে মাঠের বাইরেই ছিলেন রাহুল।
কলম্বো: দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে লোকেশ রাহুল (KL Rahul)। এ বার তাঁর জাতীয় দলে প্রত্যাবর্তনের পালা। কলম্বোয় আজ ভারত-পাক (India vs Pakistan) ম্যাচ। এই ম্যাচ দিয়েই মেন ইন ব্লুতে ফেরার পথে কেএল রাহুল। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচের আগে রাহুল আসায় ভারতের শক্তি বেড়েছে। টিমের সঙ্গে কয়েকটা দিন জোরকদমে অনুশীলন করেছেন রাহুল। এ বার ভারত-পাকিস্তান ম্যাচের আগে রাহুল শোনালেন, তাঁর চোট সারিয়ে ফিরে আসার লড়াইয়ের কাহিনি। বিস্তারিত জেনে নিন এর এই প্রতিবেদনে।
Post A Comment:
0 comments so far,add yours