সোমবার সাগরে এলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু
১৮ই সেপ্টেম্বর সোমবার দুপুর দুটো নাগাদ কাকদ্বীপের লট নম্বর ৮ থেকে লঞ্চে করে সাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাটে এসে পৌঁছলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু,
এদিন সাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাটে রাজ্যের শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুকে রিসিভ করার জন্য সাগরের কচুবেড়িয়ার ভেসেল ঘাটে উপস্থিত ছিলেন সাগরে বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা, সাগরের BDO সুদীপ্ত মণ্ডল, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিল দাস,মুড়িগঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শিবশংকর রঞ্জিত সহ অন্যান্যরা সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে
১৯শে সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সাগর মহাবিদ্যালয়ের একাধিক কর্মসূচি রয়েছে রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর,শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরারও উপস্থিত থাকার কথা রয়েছে
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours