আচমকাই কিছু বুঝে ওঠার আগে ভেঙে পড়ে মাটির বাড়িটি। নীচে চাপা পড়ে যায় তিন শিশু। শব্দ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসেছিলেন। যতক্ষণে মাটি সরিয়ে তাদের তিন জনকে উদ্ধার করা হয়, তাদের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়।
Bankura Child Death: বাড়ির সামনে খেলছিল, আচমকাই ভেঙে পড়ল দেওয়াল, মৃত্যু ৩ শিশুর
বাঁকুড়ার শিশু মৃত্যু
বাঁকুড়া: বাড়ির সামনেই খেলা করছিল। আচমকাই ভেঙে পড়ে মাটির দেওয়াল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলা বিষ্ণুপুর থানার বাঁকাদহ এলাকায়। মৃত তিন জনের নাম রোহন সর্দার, বয়স পাঁচ বছর, নিশা সর্দার (৪), অঙ্কুশ সর্দার (৩)। তিন জনের বাড়ির বাঁকাদহের বোড়ামারা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই তিনটি শিশু খেলা করছিল গ্রামে। বাড়ির সামনের রাস্তায় খেলছিল। আশপাশে লোকজনও কাজ করছিলেন। কিন্তু একটা বাড়ি যে এভাবে ভেঙে পড়তে পারে, তা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি।
আচমকাই কিছু বুঝে ওঠার আগে ভেঙে পড়ে মাটির বাড়িটি। নীচে চাপা পড়ে যায় তিন শিশু। শব্দ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসেছিলেন। যতক্ষণে মাটি সরিয়ে তাদের তিন জনকে উদ্ধার করা হয়, তাদের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়। তড়িঘড়ি ওই তিন শিশুকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা বলেন, “চোখের সামনেই ঘটে গেল সবটা। দৌড়ে গিয়েছিলাম। কিছু আটকাতে পারিনি। বাচ্চাগুলো চাপা পড়ে ছটফট করছিল। যতক্ষণ সময় লাগে, ওদের অবস্থা খারাপ হয়ে যায়।”
Post A Comment:
0 comments so far,add yours