‘অমিত শাহকে কন্ট্রোল করুন’, সরাসরি প্রধানমন্ত্রীকে বললেন মমতা
সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিআর গভাই, কতদিন মেয়াদ তাঁর?
ইউনূসের সঙ্গে গোপনে বৈঠক করছেন করুন, তবে আপনাদের প্ল্যানিংটা ঠিক কী?’, মমতার নিশানায় কেন্দ্র
উল্লেখ্য, মুর্শিদাবাদের ধুলিয়ানে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় মঙ্গলবাই সিট গঠন হয়েছিল। সিআইডি (CID), এসটিএফ (STF) -এর অফিসারদের নিয়ে সিট অর্থাৎ বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছিল।
এটা একেবারেই কাম্য নয়’, ওয়াকফ ঘিরে বাংলার অশান্তিতে উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির
এশিয়ান গেমসে শুটিংয়ে পদকের বন্যা বইয়ে দিচ্ছেন ভারতীয় শুটাররা। সকালে পুরুষদের স্কিট-৫০ শুটিংয়ে টিম ইভেন্টে ভারতীয় শুটাররা ব্রোঞ্জ পেয়েছিলেন। দুপুরে পুরুষদের স্কিট শুটিংয়ে রুপো পেলেন অনন্তজিৎ সিং নারুকা (Anant Jeet Singh Naruka)।
Asian Games 2023, Shooting: অল্পের জন্য সোনা হাতছাড়া, স্কিট শুটিংয়ে রুপো পেলেন অনন্তজিৎ সিং নারুকা
হানঝাউ: এশিয়ান গেমসে শুটিংয়ে পদকের বন্যা বইয়ে দিচ্ছেন ভারতীয় শুটাররা। সকালে পুরুষদের স্কিট-৫০ শুটিংয়ে টিম ইভেন্টে ভারতীয় শুটাররা ব্রোঞ্জ পেয়েছিলেন। সেই দলের সদস্যরা হলেন – অনন্তজিৎ সিং নারুকা, গুরজ্যোৎ সিং খাঙুরা, অঙ্গদ বীর সিং বাজওয়া। এ বার পুরুষদের স্কিট শুটিংয়ে রুপো পেলেন অনন্তজিৎ সিং নারুকা (Anant Jeet Singh Naruka)। অল্পের জন্য তাঁর সোনা হাতছাড়া হয়েছে। তারপরও রেকর্ড গড়েছেন অনন্তজিৎ। আসলে এশিয়ান গেমসের ইতিহাসে এই ইভেন্ট থেকে প্রথম রুপো পেলেন অনন্তজিৎ। আজ, বুধবার সকাল সকাল মহিলাদের ২৫ মিটার পিস্তল শুটিংয়ের টিম ইভেন্টে সোনা জেতেন মানু ভাকের, এষা সিং, রিদম সাংওয়ান। তারপর মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি-পজিশনে টিম ইভেন্টে রুপো পান ভারতের অশি চৌকসে, মানিনি কৌশিক ও সিফট কৌর সাম্রা। এরপর ৫০ মিটার রাইফেল থ্রি-পজিশনের ব্যক্তিগত ইভেন্টে সিফট সোনা জেতেন এবং ব্রোঞ্জ পান অশি। বিস্তারিত জেনে নিন এর এই প্রতিবেদনে।
Post A Comment:
0 comments so far,add yours