চাকরি ও সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে

চাকরি ও সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে, প্রকাশ্যে মারধর, সামাজিক মাধ্যমে সেই ভিডিও ভাইরাল, তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি কাকদ্বীপ ডট কম। গতকাল ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের কয়লাঘাটা এলাকায়। গতকাল তৃণমূল নেতা স্বপন দাস ওরফে ময়নাকে রাস্তায় ধরে টানা হ্যাঁচড়া করার পাশাপাশি নুপুর হাজরা চড় মারতে থাকেন। পাল্টা ওই নেতা ও তাঁর স্ত্রীও মারধর করেন ওই প্রতারিত মহিলাকে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে সেই ভিডিও ভাইরাল। নুপুর হাজরা সহ এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্বপন দাস বহু মানুষের কাছ থেকে চাকরি সহ সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার টাকা নিয়েছে। প্রতারিতরা তৃণমূলের বিভিন্ন নেতার কাছে অভিযোগও জানিয়েছিলেন কিন্তু কোন সুরাহা মেলেনি। তবে তৃণমূল নেতা চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, গাড়ি কেনা-‌বেচা নিয়ে ওই মহিলার সঙ্গে টাকার লেনদেন হয়েছিল তার। 

স্টাফ রিপোর্টার  মুন্না সর্দার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours