প্রায় এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন জসপ্রীত বুমরা। ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রামে ছিলেন মহম্মদ সামি। সিরাজকে সাময়িক বিশ্রাম দেওয়া হয়েছিল। শ্রেয়স আইয়ার ফিট। লোকেশ রাহুল ছাড়া সকলেই ফিট।


পাল্লেকেলে: কয়েক মাস আগেও চিত্রটা ছিল অন্যরকম। একঝাঁক সিনিয়র প্লেয়ার চোটের জন্য দলের বাইরে। কোনও সিরিজে একে পাওয়া যাচ্ছে না তো পরবর্তী সিরিজে তাঁকে। দীর্ঘসময় পর সেট টিম। এশিয়া কাপে কাল ভারত-পাকিস্তান। এই ম্যাচ দিয়েই টুর্নামেন্টে অভিযান শুরু করছে ভারত। এ বার ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। ২০১১ সালের পুনরাবৃত্তি চায় ভারতীয় শিবির। যার প্রস্তুতি শুরু হচ্ছে এশিয়া কাপ থেকেই। ওয়ান ডে বিশ্বকাপের আগে একই ফরম্যাটে এশিয়া কাপও। এখানে জিততে পারলে বিশ্বকাপের জন্য বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যাবে। তার আগে একাদশ নিয়ে প্রবল চিন্তায় ভারত অধিনায়ক রোহিত শর্মা। কেন এমনটা বলছেন? বিস্তারিত জেনে নিন এর এই প্রতিবেদনে।


প্রায় এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন জসপ্রীত বুমরা। ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রামে ছিলেন মহম্মদ সামি। সিরাজকে সাময়িক বিশ্রাম দেওয়া হয়েছিল। শ্রেয়স আইয়ার ফিট। লোকেশ রাহুল ছাড়া স্কোয়াডে সকলেই ফিট। এটাই যেন বড় মাথাব্যাথা অধিনায়ক রোহিতের কাছে। প্রথমে বোলিং আক্রমণ নিয়ে বলেন, ‘আমাদের স্কোয়াডের ছ’জনই সেরা বোলার। পেস বিভাগে সামি, সিরাজ, বুমরার মতো বোলার। বিশেষত বুমরার কথা বলতে হয়। দীর্ঘদিন পর চোট সারিয়ে ফিরেছে। বেঙ্গালুরুতে শিবিরে ওকে ভালো দেখিয়েছে। সামি-সিরাজ গত কয়েকবছর থেকেই সেরা পারফর্ম করছে। এটা আমাদের কাছে ইতিবাচক দিক। পরবর্তী দু-মাস ওরা তরতাজা থাকুক, এটাই আমাদের প্রত্যাশা।’


পাকিস্তান ম্যাচই শুধু নয়, ফুল স্কোয়াড থাকলে পুরো টুর্নামেন্টেই একাদশ বাছাই নিয়ে সমস্যায় থাকতে হবে, মনে করেন রোহিত। বলছেন, ‘সত্যি বলতে আমার কাছে এটা দারুণ ব্যাপার। টিমের পরিবেশও ভালো। একাদশে জায়গা পাওয়া নিয়ে লড়াই। দলের মধ্যে এরকম প্রতিযোগিতা থাকা ভালো। প্রত্যেকেই সেরা ফর্মে রয়েছে। একাদশ বেছে নেওয়াটা আমাদের কাছে খুবই কঠিন। তবে এই ধরনের চ্যালেঞ্জগুলো ভালো। আমি চাইব এই টুর্নামেন্ট এবং আগামী দু-মাস পরিস্থিতিটা এমনই থাকুক।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours