গতকাল এশিয়ান গেমসের সরকারি উদ্বোধন হয়েছে। সেই দিক থেকে দেখতে হলে, আজ এশিয়াডের প্রথম দিন। আর দিনের শুরুতেই ভারতের জন্য সুখবর। ১৯তম এশিয়ান গেমস থেকে ভারতকে প্রথম পদক এনে দিলেন মেহুলি ঘোষ, রমিতা ও আশি চৌকসে।

Asian Games 2023: রবি-সকালে এল রুপো, মেহুলিদের হাত ধরে এশিয়ান গেমসে ভারতের প্রথম পদক প্রাপ্তি
রবি-সকালে এল রুপো, মেহুলিদের হাত ধরে এশিয়ান গেমসে ভারতের প্রথম পদক প্রাপ্তি

হানঝাউ: রবিবার সকাল সকাল এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতের পদক প্রাপ্তি। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে (Women’s 10m air rifle) রুপো পেলেন মেহুলিরা। গতকাল এশিয়ান গেমসের সরকারি উদ্বোধন হয়েছে। সেই দিক থেকে দেখতে হলে, আজ এশিয়াডের প্রথম দিন। আর দিনের শুরুতেই ভারতের জন্য সুখবর। ১৯তম এশিয়ান গেমস থেকে ভারতকে প্রথম পদক এনে দিলেন মেহুলি ঘোষ, রমিতা ও আশি চৌকসে। বিস্তারিত জেনে এর এই প্রতিবেদনে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours