'বেঙ্গল মাঙ্গেঙ্গে তো চির দেঙ্গে', গঙ্গাসাগরের তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে হুঁশিয়ারি TMCP নেত্রী রাজন্যা হালদারের

২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস রয়েছে কলকাতার গান্ধী মূর্তি পাদদেশে,প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,আর তারই প্রস্তুুতি সভা হলো গঙ্গাসাগরে। সাগর ব্লকের চ্যামাগুড়ি ও রুদ্রনগরে এদিনের প্রস্তুুতি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একুশে জুলাই এর মঞ্চ কাপানো রাজন্যা হালদার। মঞ্চে উঠেই রাজন্যা গান গেয়ে মন জয় করলেন তৃণমূল কর্মী সমর্থকদের। এরপরে একের পর এক ঝাঁঝালো বক্তব্যে সিপিআইএম এবং বিজেপিকে আক্রমণ করলেন রাজন্যা। যাদবপুর বিশ্ববিদ্যালয় কান্ড থেকে শুরু করে ২০২৪ এর লোকসভা নির্বাচন সবকিছুতেই আক্রমণ করলেন সিপিআইএম এবং বিজেপিকে। পাশাপাশি ২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে গান্ধী মূর্তির পাদদেশে সকলকে উপস্থিত হওয়ার আহ্বানো জানান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী রাজন্যা হালদার। গঙ্গাসাগরের চেমাগুড়ি ও রুদ্রনগরে এদিনের প্রস্তুুতি সভায় উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা,ডায়মন্ডহারবার ও যাদবপুর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৃজিত ঘোষ, সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহিতোষ দাস, সাগর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার সুতনু মাইতি, সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ কুমার পাত্র,সুন্দরবন মহাবিদ্যালয় এর ছাত্র পরিষদের কনভেনার প্রদ্যুৎ সাহা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা,
এদিন গঙ্গাসাগরের চেমাগুড়িতে তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে TMCP নেত্রী রাজন্যা হালদার সিপিআইএম এবং বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বললেন দুধ মাগোগে তো খির দেঙ্গে অর
'বেঙ্গল মাঙ্গেঙ্গে তো চির দেঙ্গে',

ষ্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours