কোম্পানিছাড় এলাকায় ICDS সেন্টার পরিদর্শন করলেন BDO ও পঞ্চায়েত সমিতির সভাপতি
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের মুড়িগঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতের অধীন কোম্পানীছাড়ের ২১ নম্বর বুথ এলাকায় মৃগেন পন্ডার বাড়ির পাশে ট্রিপল টাঙিয়ে চলছে একটি আইসিডিএস সেন্টার এরপর ওই আইসিডিএস সেন্টারটি পাকাপোক্তভাবে করার জন্য ওই এলাকায় জায়গা পরিদর্শন করলেন সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল,এদিন সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডলের সঙ্গে উপস্থিত ছিলেন,সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সাগরে জয়েন বিডিও রাজেন্দ্র প্রসাদ সিং, সাগর পঞ্চায়েত সমিতির সদস্য বুদ্ধদেব গাওনিয়া সহ অন্যান্যরা,
খুব শীঘ্রই সাগরের কোম্পানীছাড়ের ২১ নম্বর বুথ এলাকায় ওই আইসিডিএস সেন্টারটি পাকাপোক্তভাবে করার কাজ শুরু হবে বলে এলাকার মানুষের সঙ্গে কথা বলে এমনটাই আশ্বাস দিলেন সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল
ষ্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours