জীবনে ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে পার হতে হচ্ছে মুড়িগঙ্গা নদী চরম দুর্ভোগে সাগর যাত্রীরা

মুড়িগঙ্গা নদীতে পলি পড়ে যাওয়ার কারণে প্রতিদিন ভেসেল পরিষেবা বন্ধ থাকছে প্রায় 4-5ঘন্টা। আর এই ভেসেল পরিষেবা বন্ধ থাকার কারনে চরম ভোগান্তির শিকার সাগরের নিত্তযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রায় সময় যাত্রী নিয়ে ভেসেল চড়ায় লেগে গিয়ে চরম বিপত্তি ঘটে। ভেসেল পরিষেবা বন্ধ হয়েগেল সাগর যাত্রীদের একটাই ভরসা ছোটো ডিঙ্গি নৌকো বা ভুটভুটি। জীবনের ঝুঁকি নিয়ে মানুষ জামা কাপড় গুটিয়ে নেমে পড়ে মুড়িগঙ্গা নদীর চড়ায়। তার পরে এক কিলোমিটারের বেশি কাদা মাড়িয়ে একেবারে মুড়িগঙ্গা নদীর মাঝ বরাবর গিয়ে এক কোমর জলে নেবে ভুটভুটি নৌকা ধরতে হয় সাগরে যাওয়ার জন্যে। শুধু ছেলে রা এই পরিস্থিতিতে সম্মুখীন হন না, মেয়েরাও একইভাবে এই পরিস্থিতি সম্মুখীন হন। আর সেই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। এই টাই সুধু ভোগান্তি শেষ নয় যদি কোন সময় ভুটভুটি নৌকা পারাপার করার সময় যাত্রী নিয়ে যখন চড়ায় লেগে যায় তাহলে ওই অবস্থায় আটকে থাকতে হয় প্রায় তিন ঘন্টার বেশি। নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষদের একটাই অভিযোগ প্রতিনিয়ত প্রতিশ্রুতি মেলে কিন্তুু ঠিকমতো কাজ হয় না আর সেই কারণেই চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় তাঁদের কে। গঙ্গাসাগর মেলার সময় বছরে একবার ড্রেজিং করা হয় তখন সব ঠিক থাকে দুই- তিন মাস যাওয়ার পরে পরিস্থিতি টা একই রয়ে যায়। প্রতিনিয়ত জীবন হাতে নিয়ে পারাপার করতে হয়। কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে সেই উত্তর খুঁজছে সাগর বাসী 

ষ্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours