গ্রামকে রক্ষা করতে চাঁদা তুলে বেহাল নদী বাঁধ মেরামতের কাজ শুরু করেছে গ্রামবাসীরা

বারে বারে প্রশাসনিক দপ্তরে জানিয়ে কোন সূরাহা না মেলায় অবশেষে নিজেদের জীবন বাঁচাতে এবং গ্রামকে রক্ষা করতে চাঁদা তুলে বেহাল নদী বাঁধ মেরামতের কাজ শুরু করেছে গ্রামবাসীরা। দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত ফ্রেজারগঞ্জ এর পূর্ব বিজয়বাটিতে দীর্ঘদিন ধরে নদী বাঁধের বেহাল অবস্থা। তার ওপরে পূর্ণিমার কোটালে নদীর উত্তাল ঢেউয়ের কবলে পড়ে পূর্ব বিজয়বাটি এলাকায় নদী বাঁধে বড়সড় ধ্বস নেয়। স্বাভাবিকভাবেই বাঁধ ভাঙনের আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষদের মধ্যে। এলাকাবাসীদের অভিযোগ পূর্ব বিজয়বাটিতে ওই বেহাল নদী বাঁধ মেরামতের জন্য বহুবার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোন সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়ে নিজেদের জীবন বাঁচাতে এবং পূর্ব বিজয়বাটি গ্রামটিকে রক্ষা করতে চাঁদা তুলে ভগ্নপ্রায় নদী বাঁধ মেরামতের কাজ শুরু করলো গ্রামবাসীরা। ইতিমধ্যেই পূর্ব বিজয়বাটিতে নদী বাঁধ মেরামতের কাজে হাত লাগিয়েছে গ্রামের মানুষজন।
 
স্টাফ রিপোর্টর মুন্না সরদার 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours