অভিযোগ, জয়ন্ত রায় সোনার কারিগর। পাশাপাশি ড্রাগ সহ বিভিন্ন নেশায় আসক্ত বলেও অভিযোগ। কিন্তু, বেশ কিছুদিন ধরেই বিয়ে করতে চেয়ে বাড়িতে অশান্তি করছিল।
জলপাইগুড়ি: কেন তাঁর বিয়ে দেওয়া হচ্ছে না? শীঘ্রই দিতে হবে বিয়ে। অভিযোগ, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই বাড়িতে অশান্তি করছিল জলপাইগুড়ির (Jalpaiguri) জয়ন্ত। এদিনও চরমে ওঠে অশান্তি। অভিযোগ, কথা কাটাকাটি চলার মধ্যেই নিজের বৌদির গায়ে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। আক্রান্ত ভারতী রায়কে নিয়ে আসা হয়েছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর জমিদারপাড়া এলাকায়। অভিযুক্ত জয়ন্ত রায়কে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ, জয়ন্ত রায় সোনার কারিগর। পাশাপাশি ড্রাগ সহ বিভিন্ন নেশায় আসক্ত বলেও অভিযোগ। কিন্তু, বেশ কিছুদিন ধরেই বিয়ে করতে চেয়ে বাড়িতে অশান্তি করছিল। পরিবারের লোকেরা জানায়, নেশা মুক্ত না হলে তাঁকে বিয়ে দেওয়া হবে না। তাতেই ক্ষোভে ফুঁসছিলেন জয়ন্ত। এই নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারে অশান্তি চলছে। এদিন তা চরমে ওঠে। এরই মধ্যে জয়ন্ত তাঁর বৌদির গায়ে অ্যাসিড ঢেলে দেন বলে অভিযোগ। এরপর স্থানীয় বাসিন্দারা ভারতী দেবীকে তড়িঘড়ি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। সেখানেই বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
ঘটনায় অভিযুক্ত জয়ন্ত রায় বলেন, আজও বাড়িতে অশান্তি হচ্ছিল। তাতেই রাগ হয়ে যায়। তখন তাঁর ঘরে মজুত রাখা অ্যাসিড বৌদির গায়ে ঢেলে দেন। যদিও তাঁর গায়েও পাল্টা অ্যাসিড ঢালা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
Post A Comment:
0 comments so far,add yours