নামখানায় ম্যাজিক গাড়ি ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ। মৃত্যু হলো স্কুটি চালকের। মৃত ব্যক্তির নাম শ্যামলেন্দু দণ্ডপাত। 

ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে নামখানার সাত মাইল বাসস্টপেজ এর কাছে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, নামখানার দিক থেকে একটি ম্যাজিক গাড়িতে করে কয়েকজন সিভিল ডিফেন্স কর্মী বকখালিতে ডিউটিতে যাচ্ছিলেন। সেই সময় বকখালীর দিক থেকে একটি স্কুটি দ্রুত গতিতে আসছিল। স্কুটির চালক ছাড়াও স্কুটিতে আরো একজন ছিলেন। সাতমাইল বাস স্টপেজ টার্নিংএর কাছে সিভিল ডিফেন্সের ম্যাজিক গাড়ির সাথে স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। স্কুটিতে থাকা দুজন ছিটকে পড়েন। দুজনার মধ্যে স্কুটি চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পাশাপাশি স্কুটির পেছনে বসে থাকা ব্যক্তি গুরুতর জখম হন। এছাড়াও বেশ কয়েকজন সিভিল ডিফেন্স কর্মী ও আহত হয়। সকলকেই উদ্ধার করে স্থানীয় দ্বারিক নগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের প্রাথমিক চিকিৎসার করার পরেই ছেড়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে মৃত শ্যামলেন্দুর দণ্ডপাতের দেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির বাড়ি নামখানার হরিপুর এলাকায়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে নামখানা এলাকায়। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে নামখানা থানার পুলিশ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours