শাসকদলের ব্লক যুব সভাপতি এখন পঞ্চায়েত সমিতির সভাপতি।
দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি ১১ই আগস্ট শুক্রবার নামখানা ব্লকের পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হলো। নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি নিযুক্ত হলেন অভিষেক দাস। উল্লেখ্য নামখানা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রয়েছেন এই অভিষেক দাস। নামখানা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হলেন রিঙ্কু দাস জানা। নামখানা পঞ্চায়েত সমিতির সর্বমোট ২১ টি আসনের মধ্যে কুড়িটি আসনেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস এবং বাকি একটি আসনে জয় লাভ করে বিজেপি। আজ তৃণমূলের ২০ জন জয়ী প্রার্থী এবং বিজেপির ১জন জয়ী প্রার্থীকে নিয়ে নামখানা পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হলো। ২০২৩ ত্রিস্তরিয় পঞ্চায়েত নির্বাচন নিয়ে পরপর পাঁচবার নামখানা পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে। এদিন পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে ঘিরে নামখানা পঞ্চায়েত সমিতি কার্যালয়ের সামনে তৃণমূল কর্মী সমর্থকদের আনন্দের উল্লাস। পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের পর নবনিযুক্ত নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ-সভাপতিকে ফুলের স্তবক দিয়ে বরণ করে নেয় তৃণমূলের দলীয় নেতৃত্বরা। নামখানা পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের পর আগামী দিনে দলমত নির্বিশেষে এলাকার সকল স্তরের মানুষের সার্বিক উন্নয়ন এবং এলাকার সকল ধরনের উন্নয়নমূলক কাজের আশ্বাস দিলেন নবনিযুক্ত সভাপতি অভিষেক দাস।
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
)
Post A Comment:
0 comments so far,add yours