ফ্রেজারগঞ্জে উত্তাল সমুদ্র সৈকত, নদী বাঁধ উপচে জলচ্ছাস উপকূলে
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ সেই কারণে ২রা আগস্ট সমুদ্র উত্তাল থাকবে, আগে থেকেই জানিয়েছিল মৌসম ভবন। গত ৩১ শে জুলাই ফিশিং করতে যাওয়া বিভিন্ন ট্রলারগুলিও ফিরে এসেছে ঘাটে। অন্যান্য দিনগুলির তুলনায় আজ সকালে ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকতে ধরা পরলো এক অন্য চিত্র, ঢেউ এর পরিমাণও বেশি লক্ষ্য করা যায়। এবং সমুদ্র উত্তাল থাকায় প্রবল ঢেউয়ের কারণে নদী বাঁধ উপচে জলোচ্ছ্বাস আছড়ে পড়ছে উপকূলে। চিন্তায় মাথায় হাত গ্রামবাসীদের। জলোচ্ছ্বাস দেখতে গ্রামবাসীরা ভিড় করেছেন নদী বাঁধের কাছে। আগামী ভাদ্র মাসে যে কোটাল রয়েছে এর থেকেও বেশি জল বাড়ার সম্ভাবনা রয়েছে সেই ভেবে চিন্তায় মাথায় হাত গ্রামবাসীদের।
স্টাফ রিপোর্টার মুন্না সরদারের
Post A Comment:
0 comments so far,add yours