এক স্থানীয় বাসিন্দা বলছেন, "দীর্ঘদিন থেকে বাজি কারখানা বন্ধের কথা বলা হয়েছিল। কিন্তু, করেনি। আজ তো এই কাণ্ড হয়ে গেল। ৭টা মৃতদেহ উদ্ধার হয়েছে। আর কোথায় কোথায় দেহ পড়ে রয়েছে জানি না। মৃতদের মধ্যে অনেক বাইরের লোকও রয়েছে।"
Duttapukur Blast: 'একশোটা বাজি বাঁধলে ১১০ টাকা পেতাম', ৬ মাস আগে বিস্ফোরণে পোড়া হাত দেখিয়ে বললেন রাবিয়ারাবিয়া বিবি
বারাসত: বারাসতের মোছপোল গ্রাম যেন কুটিরশিল্প আলুবোমের। অভিযোগ উঠছে মহিলাদের দিয়ে বানানো হত বোমা। মাস ছয়েক আগে রাবিয়া বিবি নামে এক মহিলা এখানে এই কারখানায় কাজ করতেন। বিস্ফোরণের জেরে তিনি পুড়ে যান।
রাবিয়া বিবির হাত পুড়ে গিয়েছে তার স্পষ্ট দাগ এখনও বর্তমান রয়েছে। তিনি বলেন, “ওরা মশলা দিয়ে যেত বাড়ি। আমি বাড়িতে তৈরি করতাম। আলুবাজি তৈরি হত। আমি জড়ি জড়াতাম। একদিন আচমকাই ফেটে যায়। আমার হাতেই ফাটে। তবে হাসপাতালে যাইনি। বাড়িতেই চিকিৎসা করি। একশোটা বাজি বাঁধলে একশো দশটাকা দিত। এখনও বাড়ি-বাড়িতে মানুষ এই বাজি তৈরি করে
Post A Comment:
0 comments so far,add yours