অনাস্থা প্রস্তাব সাংবিধাবিক পদ্ধতি। আমাদের কোনও আপত্তি নেই। এটা সংবিধানে রয়েছে। কিন্তু, কংগ্রেস এর আগে বারবার পূর্বতন সরকারের অনাস্থা এনেছিল এবং ঘুষ দিয়ে নিজেদের সরকার টিকিয়ে রেখেছিল বলে তোপ দাগেন শাহ।
ঘুষ দিয়ে নিজেদের সরকার টিকিয়ে রেখেছিল, কংগ্রেসকে তোপ শাহেরলোকসভায় অনাস্থা ভোট নিয়ে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নয়া দিল্লি: কংগ্রেস সবসময় ক্ষমতা চায়। সেজন্যই বারবার বিভিন্ন সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসে বলে বুধবার তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এবারে সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও জনগণকে বিভ্রান্ত করতেই বিরোধী জোট নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বলে তোপ দাগেন তিনি। এপ্রসঙ্গে অনাস্থা প্রস্তাব আনার ব্যাপারে লোকসভার নিয়মও তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিন অমিত শাহ জানান, ১৯৭৫ সালে মন্ত্রিপরিষদ লোকসভার অনুচ্ছেদ ৭৫-এ নিয়ম অনুসারে অনাস্থা প্রস্তাব রাখে। কিন্তু, এবার জনগণকে বিভ্রান্ত করতেই মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে বলে বিরোধীদের তোপ দাগেন তিনি। জনগণের মোদী সরকারের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে জানিয়ে বিরোধীদের উদ্দেশে শাহর কটাক্ষ, বিরোধীদের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার প্রতি বিশ্বাস নেই, সংসদের প্রতি বিশ্বাস নেই এবং জনগণের প্রতিও বিশ্বাস নেই।
Post A Comment:
0 comments so far,add yours