ভারতের হয়ে কানাডায় সোনা ও ব্রোঞ্জ জয়ীর পর মঙ্গলবার সাগরে ফিরলেন রাজেশ্বরী দাস
১৫ ই আগস্ট মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিন দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের মানুষের বড় আনন্দের দিন কারণ সাগরের সুমতিনগর গ্রামের কন্যা রাজেশ্বরী দাস দেশের হয়ে কানাডায় অনুষ্ঠিত বিশ্ব পুলিশ অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে হাইজাম্পে সোনা ও লং জাম্পে ব্রোঞ্জ পদক জয়ীর পর ১৫ই আগস্ট মঙ্গলবার সাগরে ফিরলেন সোনা ও ব্রোঞ্জ জয়ী সাগরের গর্ব রাজেশ্বরী দাস,মঙ্গলবার সাগরকন্যা রাজেশ্বরী দাসকে সাগরের কচুবেড়িয়ার ভেসেল ঘাটে পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগম সাগর ইউনিটের কচুবেড়িয়া শাখার পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়,
সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে মাধ্যমে,
মঙ্গলবার সাগরে ফিরে সাগরের কচুবেড়িয়াতে পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগম সাগর ইউনিটের কচুবেড়িয়া শাখার পক্ষ থেকে সম্বর্ধনা পাওয়ার কানাডায় ভারতের হয়ে সোনা ও ব্রোঞ্জ জয়ী সাগরের গর্ব রাজেশ্বরী দাস কি বললেন সুনুন
এদিন সাগরকন্যা রাজেশ্বরী দাসকে সংবর্ধনা জানানোর পর পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগমের সাগর ইউনিটের কচুবেড়িয়া শাখার ইনচার্জ অর্পণ দাস কি বললেন শুনুন
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours