লালপুল ও দশ মাইল ব্রিজের কাজের মানের বিরুদ্ধে আজ পথ অবরোধ
দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত নামখানা থানা এলাকার আজ লালপুল ব্রিজ ও দশ মাইল ব্রিজের কাজের বিরুদ্ধে করা হলো পথ অবরোধ। জানা যায় লালপুল ও দশ মাইল ব্রিজের কাজ করছেন যে কন্ট্রাক্টর তার কোন টেন্ডার নেই এবং এই কাজের খরচ সাপেক্ষে সাধারণ মানুষ কিংবা বিরোধী দল কারই জানানেই। পাশাপাশি আরও জানান লালপুল ব্রিজের পাশে দুইদিকে যে বাইপাস রাস্তার কাজ হয়েছে তা এতটাই ঢালু করা হয়েছে যেকোনো মুহূর্তে বিপদ হতে পারে এবং রোগী নিয়ে যাওয়ার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তাই কন্ট্রাক্টরের কাজের বিভিন্ন গাফিলতির প্রতিবাদে আজ ১১৭ নম্বর জাতীয় সড়কের ওপর বিক্ষোভ দেখায় বিজেপি সহ এলাকার কিছু মানুষজন।
স্টাফ রিপোর্টার মুন্না সরদারের
Post A Comment:
0 comments so far,add yours