ছোটবেলায় বেলডাঙার স্থানীয় স্কুলে উচ্চ-মাধ্যমিক ও তারপর বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে গণিত অনার্স নিয়ে পড়াশোনা করেছেন তুষার। এরপর বিটেক পড়তে যান রাজ্যের বাইরে।
Chandrayaan-3 Moon Landing: সফট ল্যান্ডিংয়ের দায়িত্বে ছিলেন বেলডাঙার তুষারকান্তি, চন্দ্রযান ৩-এর অবতরণে হাঁফ ছাড়লেন আত্মীয়রাতুষারকান্তি দাস, ইসরোর বাঙালি বিজ্ঞানী
বেলডাঙা: চন্দ্রযান ৩ এর অবতরণের সাফল্যের পিছনে একাধিক বাঙালি বিজ্ঞানীর অবদান রয়েছে। হুগলি, রায়গঞ্জ, জলপাইগুড়ি সহ আরও একাধিক জেলা থেকে বাঙালিদের অবদানের খবর প্রকাশ্যে আসছে। আর সেই তালিকায় এবার নাম উঠল মুর্শিদাবাদের বেলডাঙার বড়ুয়ার বাসিন্দা তুষার কান্তি দাসের।
চন্দ্রযান ৩ এর সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তুষার। তিনি ইসরোয় প্রজেক্ট ডিরেক্টরের কাজের সঙ্গে যুক্ত। মহাকাশযানের সফল অবতরণে তুষারের জন্য খুশির মেজাজে জেলাবাসী। ছোটবেলায় বেলডাঙার স্থানীয় স্কুলে উচ্চ-মাধ্যমিক ও তারপর বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে গণিত অনার্স নিয়ে পড়াশোনা করেছেন তুষার। এরপর বিটেক পড়তে যান রাজ্যের বাইরে। ছোট থেকে পড়াশোনায় ভাল ছিলেন তিনি। গতবারও চন্দ্রযান ২ এর কাজে যুক্ত ছিলেন তুষারকান্তিবাবুর।
Post A Comment:
0 comments so far,add yours