,



লক্ষাধিক টাকা জালিয়াতির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। ধৃত ব্যক্তির নাম সুব্রত বিশ্বাস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিথ্যে নথিপত্র জমা দিয়ে সুব্রত একটি দোকান থেকে প্রায় ৪ লক্ষ টাকার জিনিসপত্র কেনাকাটা করে। এরপর সুব্রত তার বাড়ি সহ জমি বিক্রি করে দিয়ে অন্যত্র চলে যায়। পরে সুব্রতকে খুঁজে না পেয়ে, ওই দোকানের মালিক থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে কাকদ্বীপ থানার পুলিশ শুক্রবার পশ্চিম মেদিনীপুরের বেলদা থেকে সুব্রতকে গ্রেফতার করে নিয়ে আসে। শুক্রবার ধৃত ব্যক্তিকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। ধৃতের বিরুদ্ধে পুলিশ 420,406,120B IPC ধারা মামলা রুজু করেছে।
             তবে ধৃত ওই ব্যক্তির স্ত্রীর বিরুদ্ধেও একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এক মাস আগে কাকদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেছিল। রাধা মাধব আনন্দধারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অভিযোগ, সুব্রতর স্ত্রী অনামিকা বিশ্বাস তাদের গ্রুপের প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে। এদিন ওই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ধৃত সুব্রতকে দেখে বিক্ষোভ দেখান।

ষ্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours