কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদে রবিবার সাগরের রুদ্রনগরে অবস্থান বিক্ষোভে শামিল হলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা
কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি,বাংলার ১০০ দিনের কাজের টাকা বন্ধ,পেট্রোল ডিজেল গ্যাসের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি,বাংলার আবাস যোজনার টাকা ও গ্রামীণ সড়ক যোজনা টাকা বন্ধ করে দেওয়া সহ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তারই প্রতিবাদে ৬ ই আগস্ট রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে সাগরের রুদ্রনগর বাজারে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে,রবিবার সাগরের রুদ্রনগরের ওই অবস্থান বিক্ষোভে শামিল হন সাগরের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা,এদিন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার সঙ্গে ওই অবস্থান-বিক্ষোভে শামিল হয়েছেন সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহিতোষ দাস, সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শোভন জানা, পাশাপাশি ওই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছে সাগর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক তৃণমূল কর্মী সমর্থকরা।
এদিন ওই অবস্থান বিক্ষোভে সামিল হয়ে ওই বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা কি বললেন শুনুন
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours