এবার মালদার ছায়া এবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার গোপালনগর পঞ্চায়েত এলাকায়,
একটি স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রীকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে এসে মারধর করার পাশাপাশি বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখার অভিযোগ উঠলো স্বনির্ভর গোষ্ঠীর অন্য সদস্যদের বিরুদ্ধে,
কয়েক ঘন্টা ধরে প্রকাশ্যে বেঁধে রাখার পর খবর যায় পাথরপ্রতিমা থানায়,পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে। অভিযোগের তির স্বনির্ভর গোষ্ঠীর অন্য সদস্যদের বিরুদ্ধে। নির্যাতিতা মহিলা একটি স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী ছিলেন। সেই গোষ্ঠী থেকে বাকি সদস্যদের অন্ধকারে রেখে কয়েক লক্ষ টাকা ঋণ নেয়। পরে বাকি সদস্যরা জানতে পারার পর ঋণ পরিশোধের জন্য চাপ দিতে থাকেন,২৯ শে আগস্ট মঙ্গলবার সকালে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সভানেত্রীর বাড়িতে চড়াও হয়। বচসা শুরু হয়। এরমধ্যে সভানেত্রীর স্বামী স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলাকে চড় মারেন বলে অভিযোগ, এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দু’পক্ষই থানায় মারধর ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে, ইতিমধ্যে ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে পাথরপ্রতিমা থানার পুলিশ,
স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours