গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত হলো বিরোধী শূন্য গ্রাম পঞ্চায়েত

২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ছিলো ২৯টি তার মধ্যে ২৯টি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা,
তাই ১০ এই আগস্ট বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের অধীন গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হলো, গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত বিরোধী শূন্য গ্রাম পঞ্চায়েত গড়ে নিজেদের দখলে রাখলো তৃণমূল কংগ্রেস, বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী ২৯ জন প্রার্থীর উপস্থিতিতে তাদের সবার সমর্থনে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে বৃহস্পতিবার শপথ নিলেন অঞ্জলি সিংহ, এবং গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে শপথ নিলেন হরিপদ মন্ডল,
বৃহস্পতিবার গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সুন্দরবন পুলিশ জেলার গঙ্গাসাগর কোস্টাল থানার পক্ষ থেকে বিশাল পুলিশবাহিনী দিয়ে পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল ওই গ্রাম পঞ্চায়েত চত্বর,
এদিন গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান নির্বাচন হওয়ার পর প্রধান ও উপাপ্রধান এবং ওই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যদের ঘীরে আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠেছে গঙ্গাসাগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডটকমের মাধ্যমে

এদিন উপপ্রধান হিসেবে শপথ নেওয়ার পর কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মন্ডল কি বললেন শুনুন

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours