পূর্ণিমা তিথিতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ষাঁড়াষাঁড়ির কটাল। এই কটালের জেরে সুন্দরবনের নদী ও সমুদ্রে অস্বাভাবিক জলস্তর বৃদ্ধি পাবে বলে 


পূর্বাভাস দিয়েছে সেচ দপ্তর, ৩১শে আগস্ট বৃহস্পতিবার থেকে টানা তিন দিন শনিবার পর্যন্ত কাকদ্বীপ ও সাগরের কচুবেড়িয়ার LCT ঘাট থেকে কাকদ্বীপের লট নম্বর এইটের মধ্যে চলাচলকারী LCT-পরিষেবা বন্ধ থাকার নোটিশ দেওয়া হয়েছে,এই LCT গুলিতে বিভিন্ন রকম গাড়ি পারাপার করানো হয়। তবে সাধারণ যাত্রীদের জন্য সাগরের কচুবেড়িয়ার ভেসেল ঘাট থেকে ভেসেল পরিষেবা চালু থাকবে। অন্যদিকে জলস্তর বৃদ্ধির ফলে আতঙ্কিত সুন্দরবনের নামখানা, সাগর, পাথরপ্রতিমা, মথুরাপুরের নদী ও সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দারা। বেহাল বাঁধ উপচে আবারও নোনা জলে প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে এই কটাল মোকাবিলার জন্য সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজারা, জেলাশাসক সুমিত গুপ্তা সহ আধিকারিকরার গত শনিবার জরুরী বৈঠক করেছেন। পরিস্থিতি মোকাবিলার জন্য সেচ দপ্তরের কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে,

সাগরের কচুবেড়িয়ার LCT ঘাট থেকে LCT পরিষেবা বন্ধের বিষয়ে প্রতিক্রিয়া দিলেন পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের সাগর ইউনিটের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অর্পণ দাস

স্টাফ রিপোর্টার সৌরভ মণ্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours