বাংলার আমজনতার আত্মিক সম্পর্ক রয়েছে, এমন কোনও গানকে 'রাজ্য সঙ্গীত' করতে পারে সরকার। এমনই শোনা যাচ্ছিল। সূত্রের খবর, এদিনের আলোচনা বারবার উঠে আসে রবীন্দ্রনাথের লেখা, ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটির কথা।

West Bengal State Song: বাংলার রাজ্য সঙ্গীত নিয়ে মতামত চাইলেন মমতা, ‘বাংলার মাটি' গানের শব্দ বদল নিয়েও ভাবনা মুখ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: পশ্চিমবঙ্গ দিবসের দিনক্ষণ নিয়ে চলছে চাপানউতর। এদিনই নবান্নে ডাকা হয়েছিল সর্বদলীয় বৈঠক। সেখানে নিজেদের মতামত রাখেন রাজ্যের বিশিষ্টজনেরা। ৭ সেপ্টেম্বর এ নিয়ে ফের আলোচনার কথা বিধানসভায়। তারপরই বিল পেশের সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গ (West Bengal) দিবসের পাশাপাশি রাজ্য সঙ্গীত নিয়ে ভাবনা শুরু করেছিল রাজ্য। বাংলার আমজনতার আত্মিক সম্পর্ক রয়েছে, এমন কোনও গানকে ‘রাজ্য সঙ্গীত’ করতে পারে সরকার। এমনই শোনা যাচ্ছিল। সূত্রের খবর, এদিনের আলোচনা বারবার উঠে আসে রবীন্দ্রনাথের লেখা, ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটির কথা। 


আলোচনার একদম শেষ পর্বে সকলে উঠে দাঁড়িয়ে সমবেত সুরে গেয়েও ওঠেন গানটি। প্রসঙ্গত, এই গানের মধ্য়ে রয়েছে, ‘বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা– সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন– এক হউক, এক হউক, এক হউক হে ভগবান’ এর মতো শব্দ। এখানেই মমতা বাঙালি বদলে বাংলা করা যায় কি না, তা নিয়ে বলেন। তাঁর যুক্তি, স্বাধীনতার আগে বাঙালি মানে ইংরেজদের বিরুদ্ধে লড়াই, সামগ্রিক জাতির, গোটা দেশের বিষয় ছিল। এখন সেটা একটা শুধু বাংলা বোঝায়। বাঙালি জাতি বোঝায়। তাই তাঁর যুক্তি বাংলা করে দেওয়ার পক্ষে। যদিও তাঁর যুক্তিতে বাকিরা নীরব থাকলেও আপত্তি তোলেন এসএউসিআই -র প্রতিনিধি অমিতাভ চক্রবর্তী।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours