মথুরাপুর ২ নং ব্লকে পালিত হল খেলা হবে দিবস। রায়দিঘি থানা ফুটবল টিম ও মথুরাপুর ২ নং ব্লক পঞ্চায়েত সমিতি ফুটবল টিম।
রায়দিঘি কলেজ মহিলা ফুটবল টিম ও পঞ্চায়েত সমিতি টিমের মধ্যে খেলা হয়। এই খেলা দেখতে স্থানীয়রা সেখানে ভিড় করেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা, আইসি অমিও কুমার ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বর্গরা।
ষ্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Post A Comment:
0 comments so far,add yours