নামখানার মৃত সেনা জওয়ানের আত্মার শান্তি কামনায় মোমবাতি হাতে মৌন মিছিল

১৫ই আগস্ট মঙ্গলবার দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস। গোটা দেশের বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে পালিত হয়েছে আজকের এই বিশেষ দিন। দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত রাজনগর শ্রীনাথগ্রাম এলাকায় সকাল থেকে ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপনের শেষে রাজনগর শ্রীনাথগ্রাম এলাকার বাসিন্দা তথা ভারতবর্ষের বীর শহীদ সেনা জওয়ান সমিত মাইতির আত্মার চিরশান্তি কামনায় পূর্ব রাজনগর শ্রীনাথগ্রামের গ্রামবাসীরা এবং অভয় সংসের সদস্যরা জলন্ত মোমবাতি হাতে মৌন মিছিল করে। গত ৯ই আগস্ট ডিউটিরত অবস্থায় পূর্ব সিকিমের নাতুলাতে গভীর খাদে গাড়ি নিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয় ভারতীয় সেনা জওয়ান রাজনগর শ্রীনাথগ্রাম এলাকার বাসিন্দা সমিত মাইতির। তাই ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপনের দিনই দেশের বীর সন্তান তথা রাজনগর শ্রীনাথ গ্রামের গর্ব মৃত সেনা জওয়ান সমিত মাইতির আত্মার চিরশান্তি কামনায় এবং মৃত সেনা জাওয়ানকে শ্রদ্ধাঞ্জলি দিতে পূর্ব রাজনগর শ্রীনাথগ্রমের গ্রামবাসীরা এবং স্থানীয় অভয় সংঘ ক্লাবের সদস্যরা মোমবাতি হাতে মৌন মিছিল করে,

স্টাফ রিপোর্টার মুন্না  সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours