ডার্বি ঘিরে অশান্তি হলে! ক্রীড়ামন্ত্রীর কথায়, 'পুলিশ-প্রশাসন পুরোপুরি প্রস্তুত। কেউ যদি জেনে বুঝে অশান্তি তৈরির চেষ্টা করেন, পুলিশ-প্রশাসন নিজেদের মতো ব্যবস্থা নেবে।'


সমর্থকদের কাছে বড় দিন। আর একটা রাতের অপেক্ষা। শনিবার সন্ধেয় মরসুমের প্রথম ডার্বি। ডুরান্ড কাপে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। কলকাতা ডার্বি ঘিরে উত্তেজনা তুঙ্গে। তেমনই গত ডার্বির ঘটনা মনে পড়লে যেন কিছুটা চাপেও রাখছে। বড় ম্যাচ দেখতে এসে প্রাণ হারিয়েছিলেন এক সমর্থক। লাল-হলুদের সেই সমর্থক ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। ফলে প্রতিটা ডার্বি আনন্দের পাশাপাশি আশঙ্কাও রাখে। শনিবারের ম্যাচে কত দর্শক থাকতে পারেন, ব্যবস্থাপনা কী রয়েছে, সমস্ত বিষয়েই জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। 


ডার্বির আগের দিন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘বড় ম্যাচের আগে পুলিশ, আর্মি এবং উদ্যোক্তাদের সঙ্গে মিটিং হয়। স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরাও থাকেন। এই ম্যাচের আগেও হয়েছে। শেষ মুহূর্তে সব বিষয়ে আরও একবার রিভিউ করে নেওয়া হয়েছে।’ শনিবাসরীয় ডার্বিতে কত দর্শক হতে পারে? ক্রীড়ামন্ত্রী বলেন, ‘পুলিশ, প্রশাসনের তরফে ৬৫ হাজার ৫০০ দর্শকের অনুমতি দেওয়া হয়েছে।’

ডার্বি টিকিটের চাহিদা তুঙ্গে। মনে করা হচ্ছে, যে টিকিটের অনুমতি দেওয়া হয়েছে, পুরোটাই শেষ হয়ে যাবে। কাল যুবভারতীর ভরা গ্যালারির সামনে খেলবে দু-প্রধান। গত ডার্বিতে সমর্থকের মৃত্যুর প্রসঙ্গ তুলতে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘এমন ঘটনা কাম্য নয়। তবে কেউ যদি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান, অনেক ক্ষেত্রেই কিছু করার থাকে না। আমাদের ডাক্তার, অ্যাম্বুলেন্স ছিল। তাঁকে দ্রুত চিকিৎসাকেন্দ্রেও নিয়ে যাওয়া হয়। এই ডার্বিতেও আমরা তৈরি। কাল প্রায় সাতটি অ্যাম্বুল্যান্স থাকবে, ১০ জনের মতো চিকিৎসকও থাকবেন। পুলিশ-আর্মি সবদিক থেকেই প্রস্তুত।’

ডার্বি ঘিরে অশান্তি হলে? ক্রীড়ামন্ত্রীর কথায়, ‘পুলিশ-প্রশাসন পুরোপুরি প্রস্তুত। কেউ যদি জেনে বুঝে অশান্তি তৈরির চেষ্টা করেন, পুলিশ-প্রশাসন নিজেদের মতো ব্যবস্থা নেবে।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours