সাগর গ্রামীণ হাসপাতালে শুরু হলো নিক্ষয় মিত্র কর্মসূচি

 আগেই‌ এই কর্মসূচির কাজ শুরু হয়েছিল স্বাস্থ্য জেলায়, তবে এই কাজে এবার থেকে বেশি সংখ‍্যায় যক্ষ্মা রুগিদের সংযুক্ত করা হচ্ছে,
মূলত যক্ষ্মা রুগিদের পুষ্টিগত সহযোগিতা প্রদান করতে কাজ করবে এই নিক্ষয় মিত্ররা,
এই কর্মসূচির অধীনে যক্ষ্মা রুগিদের সহযোগিতা করতে একটি করে ডোনার আনা হচ্ছে। যারা ওই রুগিকে পুষ্টিকর বিভিন্ন খাদ‍্যসামগ্রী দিয়ে সহযোগিতা করবে ৬ মাস পর্যন্ত। এতে যক্ষ্মা রুগিদের পুষ্টির চাহিদা অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে,
ওই বিষয়ে সাগর গ্রামীণ হাসপাতালের BMOH অনশুমান বোস কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন,

ওই বিষয়ে সাগর গ্রামীণ হাসপাতালের সিনিয়ার PHN ভবানী মাইতি কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours