ডিয়ার লটারি কেটে রাতারাতি কোটিপতি হলো সাগরের কচুবেড়িয়ার এক ভেসেল কর্মী
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় পয়লা আগস্ট মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর থানার অন্তর্গত সাগরের কচুবেড়িয়ার বাসস্ট্যান্ডের পাশে নারায়ন দাসের কাউন্টার থেকে ডিয়ার সরকারি লটারির টিকিট কেটেছিলো সাগরের কচুবেড়িয়ার বাসিন্দা পেশায় ভেসেল কর্মী অলকেশ মেটিয়া,
গত ১৩ বছর ধরে তিনি লটারির টিকিট কাটছেন। অতীতেও কয়েক বার লক্ষাধিক টাকা পেয়েছেন তিনি কিন্তুু এবার তাঁর ভাগ্যে জুটেছে ডিয়ার লটারির প্রথম পুরষ্কারের এক কোটি টাকা দক্ষিণ ২৪ পরগনার সাগরের কচুবেড়িয়ার বাসিন্দা অলকেশ মেটিয়া এক কোটি টাকার লটারি পাওয়ার পর নিরাপত্তার কারণে সাগর থানার শরনাপন্ন হয়েছে। কোটি টাকা জেতা লটারির টিকিটটা তিনি ইতিমধ্যে জমা করে দিয়েছেন থানায়। পেশায় ভেসেল কর্মী মঙ্গলবার ১২৫০ টাকার টিকিট কেটেছিলেন,ওই টিকিটের খেলা সন্ধ্যায় ছটার সময় ছিলো এরপর সন্ধ্যা ছটার পর ওই দোকানে টিকিট মেলাতে গিয়ে কার্যত হতবাক হয়ে যান সাগরের কচুবেড়িয়ার বাসিন্দা পেশায় ভেসেল কর্মী অলকেশ মেটিয়া, নিজের হাতে কাটা ৫০ সেমের টিকিটে ফার্স্ট প্রাইজ জিতেছেন বিশ্বাসই হচ্ছিল না ভেসেল কর্মী অলকেশ মেটিয়ার,
এরপর মঙ্গলবার রাতে সাগর থানার সামনে থেকে কাকদ্বীপ ডটকমের ক্যামেরার সামনে ওই এক কোটি টাকার প্রাইজ যেতার বিষয়ে ভেসেল কর্মী অলকেশ মেটিয়া কি বললেন শুনুন
স্টাফ রিপোর্ট সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours