ফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে প্রথম সুযোগেই বিশ্বসেরা। ম্যাচের একমাত্র গোলটি করেন ওলগা কারমোনা। অনবদ্য পারফর্ম করেন ইংল্যান্ডের গোল কিপার ম্যারি ইয়ার্পস।

FIFA WWC 2023: লায়োনেসের গর্জন থামিয়ে মেয়েদের ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

পুরুষদের ফুটবলে এক বারই চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। ২০১০ সালে বিশ্ব জয়ের স্বপ্নপূরণ হয়েছিল। মেয়েদের ফুটবলে এ বারই প্রথম ফাইনালে জায়গা করে নিয়েছিল স্পেন। ফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে প্রথম সুযোগেই বিশ্বসেরা। ম্যাচের একমাত্র গোলটি করেন ওলগা কারমোনা। অনবদ্য পারফর্ম করেন ইংল্যান্ডের গোল কিপার ম্যারি ইয়ার্পস। না হলে স্পেনের পক্ষে স্কোর লাইন আরও বেশি হতে পারত। ম্যাচে প্রায় ১৫ মিনিটের বেশি অ্যাডেড টাইম দেওয়া হয়। সমতা ফেরানোর মরিয়া চেষ্টা করে ইংল্যান্ড। যদিও শেষ রক্ষা হয়নি। জয়ের হাসি লা রোহাদের। বিস্তারিত জেনে নিন এর এই প্রতিবেদনে।


টুর্নামেন্টে অনবদ্য পারফর্ম করেছে ইংল্যান্ড। একের পর এক অনবদ্য জয়ে প্রত্যাশা বেড়েছে। ইউরোপিয়ান টুর্নামেন্টে সেরা দল। এ বার লক্ষ্য ছিল বিশ্বসেরা হওয়া। তাদের অভিজ্ঞ ডাচ কোচ সারিনা উইগম্যান দলকে দুর্দান্ত পরিচালনা করেছেন। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ট্রফির ম্যাচে জায়গা করে নিয়েছিল ইংল্যান্ড। ফুটবলে ইংল্যান্ড এক বারই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। পুরুষদের বিশ্বকাপে ১৯৬৬ সালে চ্যাম্পিয়ন হয় তারা। সারিনা উইগম্যান তেমনই একটা ইতিহাস গড়তে চেয়েছিলেন। প্রথম বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে নাম লেখাতে চেয়েছিল লায়োনেসরা। পার্থক্য গড়ে দিল একটা গোল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours