কলকাতা লেদার কমপ্লেক্সের ৩ নম্বর গেটের সামনে একটি কেমিক্যাল গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৪টি ইঞ্জিন।
Fire at Chemical Godown: কলকাতার লেদার কমপ্লেক্সে গোডাউনে বিধ্বংসী আগুনকলকাতা লেদার কমপ্লেক্সের গোডাউনে আগুন।
কলকাতা: ফের অগ্নিকাণ্ড কলকাতায়। রাতের শহরে ভয়াবহ আগুন লাগল কলকাতার লেদার কমপ্লেক্সের রাসায়নিক কারখানার গোডাউনে। শনিবার রাতে লেদার কমপ্লেক্সের ৩ নম্বর গেটের সামনে একটি কেমিক্যাল গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৪টি ইঞ্জিন। তবে আগুনের লেলিহান শিখা দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে শুরু করেছে। ফলে আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত সাড়ে ১০টা নাগাদ বানতলায় লেদার কমপ্লেক্সের ৩ নম্বর গেটের সামনে একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন লাগে। কয়েক মিনিটের মধ্যেই দ্রুত আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বানতলা থানার পুলিশ ও দমকলের ৪টি ইঞ্জিন। দমকলকর্মীরা জল দিয়ে ক্রমাগত আগুন নেভানোর চেষ্টা করছেন। কিন্তু, আধঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। গোডাউনের সামনের দিকে আগুনের তীব্রতা কিছুটা কমলেও পিছনের দিকে এখনও আগুনের শিখার তীব্রতা রয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে আশপাশে ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা স্থানীয়দের। যদিও লেদার কমপ্লেক্সের কেমিক্যাল গোডাউনের আশপাশে জনবসতি নেই। তবে কাগজের কারখানা-সহ বেশ কয়েকটি কারখানা রয়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণে না আনা গেলে আশপাশের কারখানাও ক্ষতিগ্রস্ত হবে।
Post A Comment:
0 comments so far,add yours