হেস্টিংস থানার অন্তর্গত সেন্ট জর্জেস গেট রোডের ঘটনা। জানা গিয়েছে, আজ দুপুর দুটো নাগাদ দুজন আরোহী সমেত একটি বাইক দ্রুতগতিতে যাচ্ছিল।

Kolkata Road Accident: কলকাতায় আবারও দুর্ঘটনা, সেন্ট জর্জেস গেট রোডে মৃত্যু ১ বাইক আরোহীরপথ দুর্ঘটনায় মৃত্যু

কলকাতা: শহরে পথদুর্ঘটনায় মৃত্যু ১ বাইক আরোহীর। গুরুতর জখম একজন। জানা গিয়েছে, বাইকটির দ্রুত গতিতে ধাক্কা মারে একটি কন্টেনারকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের।


হেস্টিংস থানার অন্তর্গত সেন্ট জর্জেস গেট রোডের ঘটনা। জানা গিয়েছে, আজ দুপুর দুটো নাগাদ দুজন আরোহী সমেত একটি বাইক দ্রুতগতিতে যাচ্ছিল। সেই সময় আচমকা কন্টেনারে ধাক্কা লাগে। বাইক থেকে ছিটকে পড়েন তিনজন। মৃত্যু হয় একজনের। একজন পালিয়ে গেলেও অপরজন গুরুতর আহত হন। এই ঘটনায় কন্টেনারের চালক বা খালাসি কাউকেই পাওয়া যায়নি। কন্টেনারটিকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষ এক দর্শী বলেন, “একজনের মৃত্যু হয়েছে। বাইকে তিনজন পুরুষ ছিল। কারোর মাথায় হেলমেট ছিল না। বাইকটা খুব জোরে যাচ্ছিল। আর কন্টেনার আসছিল। তখনই স্কিট করে দুর্ঘটনা ঘটেছে।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours