প্রাকৃতিক দুর্যোগের জন্য সাগর ব্লক প্রশাসনের দপ্তরে খোলা হলো কন্ট্রোল রুম
নিম্নচাপ ও পূর্ণিমার ভরা কোটালের জলস্ফীতির জেরে সাগরের বিভিন্ন এলাকায় নদী বাঁধে ধস দেখা দিয়েছে যে কোন মুহূর্তে নদী বাঁধ ভেঙে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে ওই সমস্ত এলাকায়,পরিস্থিতি মোকাবিলায় জরুরী ভিত্তিতে দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লক প্রশাসনের দপ্তরে খোলা হয় কন্ট্রোল রুম। অন্যদিকে, সাগরদ্বীপের মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের অধীন চকফুলডুবি ও মন্দীরতলা এলাকায় হুগলি নদীর বাঁধে ফাটল দেখা দেওয়ায় এবং নদীবাঁধে ধস নামায় আতঙ্কে রয়েছে ওই এলাকার মানুষ
এখন সুন্দরবন উপকূলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির দাপট তুলনামূলক বেশী। খারাপ আবহাওয়ার সঙ্গে পূর্ণিমার কোটালের জেরে জলস্তর বেড়ে নদী ও সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। ফলে জলোচ্ছ্বাস দেখা দিতে পারে সুন্দরবনের উপকূল এলাকায়। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে,
সাগর ব্লকের বিভিন্ন জায়গায় ধস নেওয়া নদী বাঁধ গুলি থেকে যাতে কোনরকম ভাবে এলাকায় জলনা ঢুকতে পারে তার জন্য ওই সকল নদী বাঁধ গুলির দ্রুততার সঙ্গে কাজ শুরু করছে সেচ দপ্তর,এর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের জন্য সাগর ব্লক প্রশাসনের দপ্তরে খোলা কন্ট্রোল রুম থেকে পুরো বিষয় নজর রাখছেন সাগরের BDO সুদীপ্ত মণ্ডল,
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডলের
Post A Comment:
0 comments so far,add yours