ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতায় সাগর ব্লক প্রশাসন ও সাগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নেওয়া হল বিশেষ পদক্ষেপ
বর্ষা শুরু হতেই শহর থেকে শহরতলিতে ডেঙ্গুর প্রকোপ দিনে দিনে বেড়ে চলেছে। আর সেই জন্যই রাজ্য প্রশাসনের নির্দেশমতো ২৮শে আগস্ট সোমবার ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতায় দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকে, সাগর ব্লক প্রশাসন ও সাগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিশেষ সচেতনতা মূলক শিবিরের মাধ্যমে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হলো,সোমবার সাগর ব্লকের VST ও VCT কর্মীদের হাতে ডেঙ্গু প্রতিরোধের জন্য বিভিন্ন রকমের সরঞ্জাম সহ ১৬টি মেশিন তুলে দিলেন সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল ও সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সঙ্গে উপস্থিত ছিলেন সাগরের জয়েন্ট বিডিও রাজেন্দ্র প্রসাদ সিং,
সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে
সোমবার ওই বিষয় সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল কি বললেন শুনুন
সোমবার ওই বিষয়ের সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি কি বললেন শুনুন
ষ্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours