এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে ইরানের নাসাজি মাজানদারান ও উজবেকিস্তানের নবভোর ক্লাবের বিরুদ্ধেও খেলতে হবে। আসল লড়াই যেন নেইমারের আল হিলারের বিরুদ্ধেই।


কলকাতা: গত আইএসএলে লিগ শিল্ড জিতেছে মুম্বই সিটি এফসি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে তারা। ডুরান্ড কাপেও অনবদ্য পারফরম্যান্স। সামনে অগ্নিপরীক্ষা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে একই গ্রুপে মুম্বই সিটি এফসি ও সৌদি লিগের ক্লাব আল হিলাল। সদ্য এই ক্লাবে যোগ দিয়েছেন ব্রাজিল তারকা নেইমার। সব কিছু ঠিক থাকলে ভারতে খেলতে আসছেন নেইমার। পুনেতে মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি ও আল হিলাল। ব্রাজিল তারকা নেইমারের দক্ষতা কারও অজানা নয়। শৈল্পিক ফুটবলের অন্যতম উদাহরণ নেইমার। তাঁকে আটকানো যাবে কী ভাবে? তারই পরিকল্পনা শুরু করে দিয়েছেন মুম্বই সিটি এফসির ডিফেন্ডার। বিস্তারিত রইল -এর এই প্রতিবেদনে।


বিশ্ব ফুটবলের অনেক তারকাই সৌদি লিগের ক্লাবে সই করেছেন। আল হিলালে নেইমারের পাশাপাশি রয়েছেন কৌলিবালি, রুবেন নাভাস, আলেজান্ডার মিত্রোভিচ, ম্যালকম। সবচেয়ে বিপজ্জনক অবশ্যই নেইমার। গত বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরাকের এয়ারফোর্স ক্লাবের বিরুদ্ধে গোল করেছিলেন রাহুল ভেকে। মুম্বই সিটি এফসি অধিনায়ক আল হিলালের বিরুদ্ধে খেলতে মুখিয়ে। বলছেন, ‘আমাদের প্লেয়াররা সকলেই উত্তেজিত। দলের অনেকেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত। স্বাভাবিক ভাবেই ওরা আল নাসেরকে চেয়েছিল। আমরা আল হিলালকে পেয়েছি। ওদের বিরুদ্ধে খেলতে প্রস্তুত।’


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours