দু'টি গ্রামের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল, বর্ষা এলেই দুর্ভোগের আর সীমা থাকেনা 


গত তিন থেকে চার বছরের বেশি সময় ধরে বেহাল অবস্থা দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের হাসপাতাল মোড় থেকে হরিপুর ফেরিঘাট পর্যন্ত দীর্ঘ ১১ কিলোমিটার পিচের রাস্তা। বছর পাঁচেক আগে গুরুত্বপূর্ণ এই রাস্তা টি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি করা হয়ে ছিলো। তার পর থেকে কোন রকমের মেরামত করা হয়নি। এই মুহূর্তে পরিস্থিতি ভয়াবহ রাস্তাজুড়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষার মুখেই একটু বৃষ্টি হতেই গোটা রাস্তা টিতে তৈরি হওয়া গর্তে জল জমে যানবাহন চলাচল থেকে শুরু করে হাঁটাচলা করাই দায় হয়ে উঠেছে গ্রামবাসী থেকে শুরু করে পথ চলতি মানুষদের। মোট ১১ কিলোমিটার রাস্তার মধ্যে চার কিলোমিটারের অবস্থা সবচেয়ে খারাপ। এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু ম্যাজিক গাড়ি , অটো, টোটো সহ ছোটো গাড়ি চলাচল করে। রাস্তা খারাপের কারণে প্রায়ই লেগে থাকে দুর্ঘটনা। উত্তর চন্দনপিঁড়ি ও দক্ষিণ চন্দনপিঁড়ি
গ্রামের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র ভরসা এই রাস্তা। এই রাস্তা দিয়েই যাতায়াত করে একটি উচ্চ মাধ্যমিক ও একাধিক প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। এছাড়াও দু'টি গ্রামের বাসিন্দাদের দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালে আসার একমাত্র রাস্তাই হলো এটি যার কারণে হাসপাতালে যাওয়ার সময় বিশেষ করে সমস্যায় পড়েন প্রসূতি মহিলারা।

বর্ষার শুরুতে জমা জলে আরও দুর্ভোগ চরমে উঠেছে। এই মুহূর্তে প্রশ্ন একটাই কবে হবে এই রাস্তার মেরামত?

তবে এই বিষয়ে বিজেপির তরফে কটাক্ষ করে বলা হয়েছে মাঠ ঘাটের পাশাপাশি রাস্তার উপরে চাষ করা যাবে। এবং তারা জানান অবিলম্বে বর্ষার আগে এই রাস্তাটি কাজ না হলে স্থানীয় মানুষ জনকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি।

তবে এই বিষয়ে নামখানা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জানান ওই রাস্তাটির মেরামতের জন্য জেলা পরিষদ কে জানানো রয়েছে তাড়াতাড়ি ওই রাস্তাটির মেরামতের কাজ শুরু হবে।


 স্টাফ রিপোর্টার মুন্না সর্দারের
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours