গতকালের রাতের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারে পাশে দাঁড়ালেন তৃণমূলের যুবনেতা উদয় হালদার!
গতকাল রাতের বৃষ্টিতে ধসে পরলো এক মাটির বাড়ি ফলে মাটির বাড়ির সহ পাসে থাকা পাকা বাড়িও ক্ষতিগ্রস্ত হল,সেই পাকা বাড়ির মধ্যে ছিল এক নাবালক, পাকা বাড়ি দেয়াল চাপা পড়ে পায়ে তে চোট পান সেই নাবালক।
তাকে দেখতে এসেছেন মথুরাপুর ব্লক যুব সভাপতি তথা ৩৪ নম্বর জেলা পরিষদের জয়ী প্রার্থী উদয় হালদার।মূলত গতকাল রাতে raidighi বিধানসভার মথুরাপুর ২ নম্বর ব্লকের গিলার ছাট গ্রাম পঞ্চায়েত পাখিওয়ালা হালদার পাড়া ১৩৯ নম্বর বুথএ জাকিরসা পুরকাইতের মাটির বাড়ি ছিল কিন্তু গত কাল রাত ১০টা নাগাদ মাটির বাড়িটি অতি ভারী বৃষ্টির কারণে ধসে পরে জালাল পূর্কেতের পাকা বাড়ির ওপরে, তখন পাকা বাড়ির ভিতরে ছিলেন একটি ১২ বছরের নাবালক। তারপর নাবালকের পাসের ঘর থেকে ওই নাবালকের মা বাবা ছুটে এসে দেখেন তাদের ছেলে চাপা পড়ে আছে। তারপর তাকে তড়িঘড়ি করে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসালয়ে নিয়ে যান। এরপরে আজ অর্থাৎ রবিবার সকালে মথুরাপুর দু'নম্বর ব্লকএর ব্লক যুব সভাপতি তথা ৩৪ নম্বর জেলা পরিষদের জয়ী প্রার্থী উদয় হালদার সেই নাবালককে দেখতে আসেন। এবং সেই পরিবার দুটির পাশে থাকার আশ্বাস দেন।
স্টাফ রিপোর্টার মুন্না সরদারের
Post A Comment:
0 comments so far,add yours