সাগরের কচুবেড়িয়ার ভেসেল ঘাটে এক ভেসেল কর্মীকে হেনস্থার পাশাপাশি মারধরের অভিযোগ উঠলো ভিন রাজ্যের পুণ্যার্থীদের বিরুদ্ধে
স্থানীয় সূত্রে জানা যায় রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাটে এক ভেসেল কর্মীকে হেনস্থার পাশাপাশি মারধরের প্রতিবাদে রবিবার বিকেল ৪টা থেকে প্রায় দেড় থেকে দু'ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ রাখা হয় সাগরের কচুবেড়িয়া ও কাকদ্বীপের লট নম্বর আটের মধ্যে মুড়িগঙ্গা নদীতে চলাচল কারি ভেসেল পরিষেবা ফলে দুপারে ভেসেল ঘাটে দাঁড়িয়ে দুর্ভোগ পোহাতে হল হাজার হাজার যাত্রীকে। এদের মধ্যে ভিন রাজ্যের পুণ্যার্থীর সংখ্যা ছিল বেশি। যদিও খবর পেয়ে সাগর থানার পুলিশ কচুবেড়িয়া ভেসেল ঘাটে পৌঁছে ভেসেল কর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয়। আপাতত ভেসেল পরিষেবা চালু করা হলেও আগামী দিনে প্রশাসন ভেসেল কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত না করলে অনির্দিষ্টকালের জন্য ভেসেল পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন কর্মীরা। মুড়িগঙ্গা নদীতে পলি জমে যাওয়ায় ভাটার সময় নাব্যতা কমে যাওয়ায় প্রত্যেকদিন প্রায় ৪থেকে ৫ ঘন্টার বেশি সময় বন্ধ রাখতে হচ্ছে ভেসেল পরিষেবা। ফলে দ্রুত পারাপার করতে না পেরে ঘন্টার পর ঘন্টা ভেসেল ঘাটে দাঁড়িয়ে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। এদিন বিকেলে সাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাট থেকে ভেসেল ওঠার সময় এক পুণ্যার্থীর দল ভেসেল ঘাটের রং সাইড দিয়ে গেটের দরজা খুলে যাওয়ার চেষ্টা করছিল ওই সময় কচুবেড়িয়া ভেসেল ঘাটে কর্মরত এক ভেসেল কর্মীর সঙ্গে বচসা শুরু হয়। তখন পুণ্যার্থী দলের সদস্যরা ওই ভেসেল কর্মীকে হেনস্থার করার পাশাপাশি মারধর করে বলে অভিযোগ।
এদিন সাগরের কচুবেড়িয়ার ভেসেল ঘাট আক্রান্ত ভেসেল কর্মী উত্তম মুনিয়ান ওই বিষয়ে কি বললেন শুনুন
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours