সাগরের চকফুলডুবি মন্দীরতলা এলাকার ধস নামা নদী বাঁধ পরিদর্শন করলেন সেচ দপ্তরের আধিকার কৃষ্ণ গোপাল দাস
নিম্নচাপ ও পূর্ণিমার ভরা কটালের জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের অধীন চকফুলডুবি মন্দিরতলা এলাকায় ধস নেওয়া নদী বাঁধ পরিদর্শন করলেন সেচ দপ্তরের আধিকারিক কৃষ্ণ গোপাল দাস,এদিন চকফুলডুবি মন্দিরতলা এলাকায় ধস নেওয়া নদী বাঁধ পরিদর্শনের সময় সেচ দপ্তরের আধিকারিকের সঙ্গে উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল সামির শাহ্, মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মন্ডল,সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডটকমের ক্যামেরার মাধ্যমে,
এর পাশাপাশি এদিন সাগর ব্লকের গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের অধীন গঙ্গাসাগরের মহিষামারী এলাকায় ধস নেওয়া নদী বাঁধ পরিদর্শনে করেন সেচ দপ্তরের আধিকার কৃষ্ণ গোপাল দাস,এবং ওই এলাকার গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন তিনি, এদিন ওই এলাকার গ্রামবাসীরা সেচ দপ্তরের আধিকারিকের কাছে হাতজোড় করে নদী বাঁধ মেরামতের আবেদন জানান, সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডটকমের ক্যামেরার মাধ্যমে
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডলের
Post A Comment:
0 comments so far,add yours