২০১১ সালে শেষ বার ভারত ওডিআই বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল। এর পর শুধুই বেড়েছে বিশ্ব জয়ের ট্রফি হাতে তোলার প্রতীক্ষা। এ বার রোহিত শর্মার (Rohit Sharma) ভারতের কাছে সুযোগ রয়েছে দেশের মাটিতে ২০১১ সালের মতো বিশ্বকাপ ট্রফি হাতে তোলা।

Rohit Sharma: দেশের মাটিতে বিশ্বকাপের মহাযজ্ঞর আগে রোহিত শর্মাকে আগ্রাসী হওয়ার পরামর্শ দিলেন কে?Rohit Sharma: দেশের মাটিতে বিশ্বকাপের মহাযজ্ঞর আগে রোহিত শর্মাকে আগ্রাসী হওয়ার পরামর্শ দিলেন কে?

কোচি: ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup) জন্য এখন থেকেই ভারতীয় ক্রিকেট প্রেমীরা উত্তেজিত। কিংবদন্তি কপিল দেবের (Kapil Dev) হাত ধরে ভারতে প্রথম ওডিআই বিশ্বকাপ এসেছিল। ৪০ বছর আগে লর্ডসের ব্যালকনিতে ভারতের ৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের হাতে বিশ্বকাপ ট্রফি ওঠার ছবি সকল ভারতীয় ক্রিকেট প্রেমীর মনের মণিকোঠায় রয়েছে। ২০১১ সালে শেষ বার ভারত ওডিআই বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল। এর পর শুধুই বেড়েছে বিশ্ব জয়ের ট্রফি হাতে তোলার প্রতীক্ষা। এ বার রোহিত শর্মার (Rohit Sharma) ভারতের কাছে সুযোগ রয়েছে দেশের মাটিতে ২০১১ সালের মতো বিশ্বকাপ ট্রফি হাতে তোলা। তিরাশির বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব মনে করেন, আসন্ন ওডিআই বিশ্বকাপে ভারতের আগ্রাসী ক্রিকেট খেলা উচিত। তিনি চান হিটম্যানও আর আগ্রাসী ক্রিকেট খেলুক। আর কী বললেন কপিল দেব? বিস্তারিত জেনে নিন এর এই প্রতিবেদনে।


ভারতের বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রোহিত শর্মার উচিত আরও আগ্রাসী হওয়া। এই প্রসঙ্গে তিনি বাজবল ক্রিকেটের কথা উল্লেখ করেছেন। কপিল বলেন, ‘বাজবল দারুণ। সম্প্রতি ইংল্য়ান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে দারুণ সিরিজ উপভোগ করলাম। আমার মনে হয় এমন ভাবেই ক্রিকেট খেলা উচিত। রোহিত বেশ ভালো। কিন্তু ওকে আরও আগ্রাসী হতে হবে।’

কপিল দেব আরও বলেন, ‘ইংল্যান্ডের মতো দল এখন কেমন খেলছে, সেটা দেখতে হবে। শুধু ভারতকেই নয়, সব ক্রিকেট খেলিয়ে দেশগুলোকে এই নিয়ে ভাবতে হবে। ম্যাচ জেতাটাই প্রাধান্য পাওয়া উচিত। ড্র করার জন্য খেলা উচিত নয়।’ আসন্ন ওডিআই বিশ্বকাপে ভারতের কতটা সুযোগ রয়েছে? এই প্রশ্নের উত্তরে কপিল দেব বলেন, ‘ওদের আগে সেরা চারে (সেমিফাইনাল) উঠতে হবে। তারপর যদিও যে কোনও কিছুই সম্ভব। সেমিফাইনাল পর্যায় থেকে ভাগ্যকেও সঙ্গ দিতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শেষ চারে ওঠা।’


বিশ্বকাপ শুরু হতে আর ৫০ দিন বাকি। কিন্তু ভারতের ক্রিকেটারদের নিয়ে চোট চিন্তা কমছেই না। এই নিয়ে কপিল দেব বলেন, ‘কোনও ক্রিকেটারের জীবনের অংশ চোট। তবে আমি মনে করি, ওরা (ভারতীয় টিম) খুব বেশি ক্রিকেট খেলছে। এ বার ভারতীয় দলের ক্রিকেটাদের কতটা ক্রিকেট খেলানো ঠিক, সেটা নিয়ে ভাবতে হবে। আমার মতে ফিক্সচার কমিটির গুরুত্ব সহকারে এই বিষয়টি দেখা উচিত।’


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours