দক্ষিণ ২৪ পরগনার বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি বদল, বর্তমান সভাপতি প্রদ্যুৎ বৈদ্যকে সরিয়ে দিল দল,তাঁর জায়গায় নতুন সভাপতি হয়েছেন নব্যেন্দসুন্দর নস্কর।
বিদায়ী বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি প্রদ্যুৎ বৈদ্য বারে বারে নানান বিতর্কে জড়িয়েছেন,সম্প্রতি কলকাতা হাইকোর্ট চত্বরে দলের এক মহিলা কর্মী প্রকাশ্যে জুতোপেটা করেন প্রদ্যুতকে,বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি প্রদ্যুৎ বৈদ্যের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনে তহবিল তছরুপের অভিযোগ তুলেছিলেন দলেরই একাংশ। দলের মধ্যে থেকেই প্রদ্যুতকে অপসারণের দাবি জানানো হয়েছিল। রাজ্য নেতৃত্ব সেই দাবি মেনে এই অপসারণ করেছেন বলে মত দলের একাংশের,
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours