গঙ্গাসাগর কপিলমুনি মন্দির রক্ষা করতে মাস্টার প্লান তৈরীর জন্যে গঙ্গাসাগরে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, 

ক্রমশই ভাঙতে ভাঙতে এগিয়ে আসছে গঙ্গাসাগরের সমুদ্র সৈকত।কপিলমুনি আশ্রমের অদূরেই ধরা পড়েছে ভাঙ্গন।
অন্যত্র সরাতে হবে অস্থায়ী পুলিশ ক্যাম্প।
ভাঙ্গন ঠেকাতে তৎপর রাজ্য প্রশাসন।পাকাপাকি নদী বাঁধের ব্যবস্থা নিশ্চিত করতে মাস্টার প্ল্যান তৈরি হবে, এই মুহূর্তে গঙ্গার ভাঙন থেকে কপিলমুনির মন্দির মাত্র ৬০০ মিটার দূরত্বে রয়েছে। এখন যেকোন প্রকারে গঙ্গাসাগরের বাবা কপিলমুনির মন্দির রক্ষা করাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের কাছে। আর সেই কারনেই গঙ্গাসাগর মেলার অনেক আগে থেকেই প্রস্তুুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার।২৬শে আগস্ট শনিবার গঙ্গাসাগরের সমুদ্র সৈকত পরিদর্শনে করলেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক,এদিন সেচ মন্ত্রীর পার্থ ভৌমিকের সঙ্গে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা,দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা,কাকদ্বীপ মহকুমা শাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও,সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল,সাগরের SDPO দীপাঞ্জন চ্যাটার্জী,ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা,পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা,সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি,দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য তথা GBDA-এর ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র,সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা,ভাঙন কবলিত এলাকায় গিয়ে সেচ দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, কি ভাবে আগামীদিনে কপিলমুনি মন্দিরকে রক্ষা করা যাবে, কিভাবে সুষ্ঠুভাবে ২০২৪ সালে সাগর মেলা পরিচালনা করা হবে, এইসব বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আগামী দিনে গঙ্গাসাগর নিয়ে উদ্বেগে রয়েছে রাজ্য সরকার। পাকাপাকি ব্যবস্থা নিশ্চিত করতে মাস্টার প্ল্যান তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।গঙ্গাসাগর মেলার আগেই বাস্তবায়িত হবে এই মাস্টার প্ল্যান।কপিলমুনি মন্দিরের যাতে কোনও ক্ষতি না হয়, সেদিকে নজর রেখেই যাবতীয় পরিকল্পনা করা হয়েছে। তবে এদিন গঙ্গাসাগরে এসে সেচ মন্ত্রীর গলায় কেন্দ্র সরকারের বঞ্চনার অভিযোগ শোনা গেল,গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির রক্ষা করতে মাস্টার প্লান তৈরীর জন্যে কাজ শুরু হবে ২৯ শে অক্টোবর থেকে

ষ্টাফ রিপোর্টার  সৌরভ মণ্ডল


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours