নিম্নচাপ ও কটালের জেরে প্লাবিত নামখানা ব্লকের মৌসুনীর বিস্তীর্ণ এলাকা
নিম্নচাপ কটালের জেরে জলোচ্ছ্বাস সুন্দরবনের একাধিক নদী ও সমুদ্রে। ইতিমধ্যে নামখানা ব্লকের মৌসুনী গ্রাম পঞ্চায়েতের পয়লাঘেরি ও সল্টঘেরি এলাকায় বঙ্গোপসাগরের জল নদী বাঁধ উপছে প্লাবিত হতে শুরু হয়েছে বিস্তীর্ণ এলাকা। পাশাপাশি বালিয়াড়াতেও প্রায় ২০০ মিটার বাঁধ ভেঙে বটতলা নদীর জল ঢুকতে শুরু করেছে গ্রামে। দ্রুত ভাঙনও শুরু হয়েছে। এখনো বেশ কিছুক্ষণ জোয়ার রয়েছে তাতে করে আরো বেশি এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্টাফ রিপোর্টার মুন্না সরদারের
Post A Comment:
0 comments so far,add yours